জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা গোলাম ওয়াদুদকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারবিরোধী ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের আওতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)দুপুর বেলা ফুলবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নিজ বাড়িতে ফেরেন গোলাম ওয়াদুদ। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত নুর-বকত আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত বছরের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ৫ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমআই