মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
কাহারোলের দশ মাইল মোড়ে বাস ও অটোরিক্সার মূখোমূখি সংঘর্ষে নানি নার্গিস (৪৫) ও তার নাতনি হুমায়রা (দুই মাস) নিহত হয়েছে। অপরদিকে ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় সিয়াম (১৩) নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুযারি ২০২৫) বিকেল সাড়ে ৩টার সময় কাহারোল হতে অটোতে করে দিনাজপুর শহরে নানির বাড়িতে আসার পথে কাহারোল উপজেলার দশ মাইলমোড়ে পৌঁছলে একটি যাত্রিবাসের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা যাত্রি নার্গিস (৪৫) ও তার দুই মাস বয়সী নাতনি হুমায়রাসহ তার মা ও অটোচালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নানিননার্গিস ও নাতনি হুমায়রাকে মৃত ঘোষণা করেন। হুমায়রা'র মা ও অটোচালক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
অপর দিকে ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় সিয়াম (১৩) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে
নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের হাবিবুর রহমান হবি'র ছেলে ও পলি শিবনগর হাফিজা মাদরাসা হেফয বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, সিয়াম বিকেলে বাড়ি হতে ঘুরতে বের হয়ে ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে যায়। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামি ট্রাক সিয়ামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআই