চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস (সিইউসি) ২য় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সিইউসির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় ও দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় চবি উপাচার্যের হাতে সিইউসির প্রথম অফিশিয়াল জার্সি উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও ক্যাম্পাসে সাইক্লিং এক্টিভিটি প্রচার, সাইকেল স্ট্যান্ড স্থাপনসহ সিইউসির বিভিন্ন ইভেন্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
এমআই