মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই ওয়ান লিয়াকত আলী জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের সবাই আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আটককৃতরা হলেন-দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি ও সদর উপজেলার বাঙ্গীবেচাঘাট এলাকার মৃত আব্দুল ওয়াবের ছেলে ওবায়দুল (৫২), সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার উত্তর সাদিপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে রনি আহমেদ (২৫), বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মছি উদ্দিনের ছেলে আরফান আলী বাবু (৪৫), ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রাজু আহম্মেদ (৩২) এবং বিরামপুর উপজেলা আ'লীগের নেতা ও উপজেলার শিমুলতলী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফিরোজ কবির মানিক (৩৮)।
এছাড়া গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলা পুলিশের গুরুত্বপূর্ণ অর্জনের মধ্যে ৭টি মাদক মামলায় ১৩ ও ওয়ারেন্টের ৮ জন আসামীকে গ্রেফতার ও ৯৩ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলে ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এমআই