সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: দিনাজপুরে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

রোববার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: দিনাজপুরে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই ওয়ান লিয়াকত আলী জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের সবাই আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আটককৃতরা হলেন-দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি ও সদর  উপজেলার বাঙ্গীবেচাঘাট এলাকার মৃত আব্দুল ওয়াবের ছেলে ওবায়দুল (৫২), সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর  উপজেলার উত্তর সাদিপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে রনি আহমেদ (২৫), বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মছি উদ্দিনের ছেলে আরফান আলী বাবু (৪৫), ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রাজু আহম্মেদ (৩২) এবং বিরামপুর উপজেলা আ'লীগের নেতা ও উপজেলার শিমুলতলী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফিরোজ কবির মানিক (৩৮)।

এছাড়া গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলা পুলিশের গুরুত্বপূর্ণ অর্জনের মধ্যে ৭টি মাদক মামলায় ১৩ ও ওয়ারেন্টের ৮ জন আসামীকে গ্রেফতার ও ৯৩ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলে ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল