চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১মিনিটের পর ধারাবাহিকভাবে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে থানা পুলিশ, মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে মিয়াবাজার হাইওয়ে পুলিশ, সিরাজুল ইসলাম ফরায়েজীর নেতৃত্বে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব, নুরুন্নবী পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপি, হারুন অর রশীদ মজুমদারের নেতৃত্বে পৌর বিএনপি, শাখাওয়াত হোসেন শাওন ও মামুন মজুমদারের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
এমআই