মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ১১ বছর পর আগামী ২৪ ফেব্রুয়ারি গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন। এ সমাবর্তনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য ড. মো. আবুল হোসেন।
এসময় তিনি আরও জানান, এ সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৪৭৮ জন গ্র্যাজুয়েট। এ সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখবেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়ালিউল ইসলাম, সমাবর্তন বক্তৃতা দিবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পিএইচডি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
উল্লেখ্য, এ বছর গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। বিগত ১১ বছরে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়েছেন ৭ হাজারের বেশি শিক্ষার্থী।
এমআই