মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মহান ভাষা শহীদদের স্মরণে "সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার" এর সহযোগীতায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কলেজ গেটের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কার্যক্রম চলে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
ক্যাম্পেইনে ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছে এমন শিক্ষার্থীদের মধ্যে একজন সাধারন শিক্ষার্থী বলেন, ‘এই ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ টেস্ট করালাম, এমন প্রশংসনীয় উদ্যোগে আমাদের সমর্থন সবসময় আছে। ছাত্রদলের পক্ষথেকে গ্রহণ করা এই উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। সত্যিকার অর্থে ছাত্র সংগঠনগুলোর এমন কর্মকাণ্ডই করা উচিত বলে মনে করি।’
ক্যাম্পেইনের উদ্যোক্তা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব গাজী বলেন, ‘ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডে নিয়োজিত থাকা, চব্বিশের বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটারই ধারাবাহিকতায় নলছিটি কলেজ ছাত্রদলের পক্ষথেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ গ্রহণ করি, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছি। প্রায় শ’খানেক শিক্ষার্থী আমাদের ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছেন, সকলের ব্লাডগ্রুপের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করব।’
দিনব্যাপী ক্যাম্পেইনে আরও সার্বিক সহযোগীতায় ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. হিমেল, প্রবীন ছাত্রনেতা মো. রাকিব আহম্মেদ, কলেজ ছাত্রদল নেতা মো. ইমরান, রবিউল, নয়ন ও কলেজের সাধারন শিক্ষার্থীরা।