এহসান রানা, ফরিদপুর:
ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর-বনচাকী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভর্তি খেক্কর উল্টে মোঃ হামীম শেখ(২৫) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাইখীর-বনচাকী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামীম শেখ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরজাংলিয়া গ্রামের মো. সাবু শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার বাইখির বনচাকী নামক স্থানে ইট ভর্তি খেক্কর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক হামীম শেখ নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খেক্করটি আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেক্করটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
এমআই