মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
মহান ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অবমূল্যায়ন করলেন নলছিটি সাবরেজিস্টার কর্মকর্তা। উপজেলার সকল দপ্তর থেকে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাজ্ঞাপন করলেও তিনি ও তার অফিসের কেউ আসেননি।
এনিয়ে সুশীল সমাজ ও সাধারণ মানুষদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের এই উদাসীনতাকে নিন্দা জানিয়েছেন সচেতন মহল।
এমনকি ২১ শে ফেব্রুয়ারী তার কার্যালয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো হয়নি। সরকারি নির্দেশনাকে অমান্য করে সরকারকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
এ বিষয়ে জেলা রেজিস্টার অফিসার জানান, ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে দেখতে বলা হয়েছে।
এমআই