এহসান রানা, ফরিদপুর:
দেশের পেঁয়াজ উৎপাদনকারী ১৪টি জেলার চার শতাধিক পেঁয়াজ চাষীর অংশগ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
শনিবার ( ২২ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহন করে চাষীরা পেঁয়াজ আবাদের আধুনিক কলা কৌশল রপ্ত করেন।
খাঁন বীজের আয়োজনে অনুষ্ঠিত কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষী শাহিদা বেগম।
সভায় বক্তারা জানান, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন, অংকুরোদগম ক্ষমতাও বেশী। প্রতিনিয়ত দেশে পেঁয়াজ বীজের আবাদ ও উৎপাদন বাড়ছে জানিয়ে বক্তারা মনে করেন, দেশে উৎপাদিত বীজের জাত ও মান ঠিক থাকায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে।
অনুষ্ঠানে খাঁন বীজের পক্ষ থেকে. আগামীতে পল্লী কবি জসিম উদদীনের স্মরণে “নকশী কাঁথা” নামের নতুন বীজ বাজারজাত করবে। যে বীজ হবে আরো বেশী প্রতিকুল আবহাওয়া সহনশীল ও নির্ভরযোগ্য।
পরে পেঁয়াজ উৎপাদনে ভুমিকা রাখায় চাষীদের পুরস্কৃত করা হয়।
সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়াতপুর, পাবনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মানিকগঞ্জ. মুন্সিগঞ্জ জেলার পেঁয়াজ চাষীরা অংশ নেন।
এমআই