ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হিরারভিটা (১১ মাথা মহীনের দোলা) এলাকার একটি ধানক্ষেত থেকে বেলাল হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত বেলাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুর নবী মিয়া ও রোকসানা বেগম দম্পতির সন্তান। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বেলাল হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে তার মরদেহ ধানক্ষেতে পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার আলামত বলে মনে করছে পুলিশ। তার ব্যবহৃত অটোরিকশাটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”