মোহাম্মদ মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর:
মাহে রমজান, জুমাতুল বিদা, শব-ই কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটিকালীন সময়ে (১৪ মার্চ-৫এপ্রিল) নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে গঠিত ভিজিলেন্স টিমের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
এ লক্ষ্যে গতকাল সোমবার (১৭ মার্চ) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হল, জিয়া হল, বিজয় ২৪ হল, কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন ভিজিলেন্স টিমের সদস্যরা।
এসময় ভিজিলেন্স টিমের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, 'ক্যাম্পাসের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গুরুত্ব সহকারে সে কাজই করে যাচ্ছি। নিরাপত্তা জনিত কোনো শঙ্কা যেন তৈরি না হয় সে লক্ষ্যে তৎপর রয়েছে ভিজিলেন্স টিম।'
পরিদর্শনকালে ভিজিলেন্স টিমের সদস্যবৃন্দ, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা'কে আহ্বায়ক এবং সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. মজিবর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিমের তালিকা প্রকাশ করা হয়।
সময় জার্নাল/টিএ