মোহাম্মদ মুরাদ হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২টি গবেষণা মাঠের নামফলক একই নাম্বারিং এ করা হয়েছে। সম্প্রতি প্রতিবেদকের নজরে এসেছে বিষয় টি।
বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মৃত্তিকা-বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠ - 'Research Field -1'; যার বাংলা অর্থ দাঁড়ায় 'গবেষণা মাঠ-১' এবং কেন্দ্রীয় খামার সংলগ্ন কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা মাঠ - 'গবেষণা মাঠ- ১' নামে নাম্বারিং করা হয়েছে।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির সবগুলো গবেষণা মাঠের হিসেবে নাম্বারিং করা হয়েছে, নাকি বিভাগ ২ টির একাধিক গবেষণা মাঠ থাকায় সিরিয়াল হিসেবে নাম্বারিং করা হয়েছে তা জানতে যোগাযোগ করা হয় ওই দুইটি বিভাগের চেয়ারম্যানবৃন্দের সাথে।
কৃষিতত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোমিনুর রহমান বলেন, 'এগ্রোনোমির লেভেল -১ ও ২ এর শিক্ষার্থীদের জন্য ১টি, লেভেল-৩ এর শিক্ষার্থীদের জন্য ১টি এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গবেষণা মাঠে একটি জায়গা নির্দিষ্ট রয়েছে। আমাদের বিভাগের একাধিক গবেষণা মাঠ থাকায় এ নাম্বারিং করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের সকল গবেষণা মাঠের সাপেক্ষে সিরিয়াল করা হয় নি।'
এ বিষয়ে আরো জানতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ মইনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নামকরণ কিংবা নাম্বারিং কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়। বিচ্ছিন্নভাবে গড়ে তোলা একাধিক গবেষণা মাঠের নাম্বারিং কিভাবে করা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই।
তবে কৃষি অনুষদের একাধিক শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ে যতগুলো গবেষণা মাঠ আছে প্রতিটির আলাদা আলাদা নাম্বারিং করা দরকার। এতে কৃষি অনুষদ সহ নন-ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিড়ম্বনা থেকে রক্ষা পাবে।'
এমআই