মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

১৩ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
১৩ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:

জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয় কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ০৩ এপ্রিল এবং অফিসসমূহ ২৩ মার্চ থেকে ০৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।

আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামাদির সুইচ বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ছুটিকালীন সময়ে জরুরী কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল