জুয়েল হোসেন, শেকৃবি প্রতিনিধি:
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। শেকৃবি ছাত্রশিবিরের দাওয়াতি প্লাটফর্ম দাওয়াহ অ্যাসোসিয়েশন ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১২০০ কোরআন বিতরণ করা হয়।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় এই আয়োজন শুরু হয়। শিক্ষার্থীদের জন্য দুটি পৃথক বুথ স্থাপন করা হয়, যাতে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে কোরআন বিতরণের ব্যবস্থা রাখা হয়। ছাত্রদের জন্য বুথ-০১ স্থাপন করা হয় কেন্দ্রীয় খেলার মাঠে, আর ছাত্রীদের জন্য বুথ-০২ ছিল ড. এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের সমনে।
শেকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যায়ন করে, কিন্তু তাদের জন্য যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তা তারা অনুধাবন করতে পারছে না। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০% শিক্ষার্থীর কাছে কুরআন নেই। কুরআন থাকলেও তাদের কাছে যে কুরআন এর একটি সরল অনুবাদ থাকা দরকার সেটিও তাদের কাছে নেই। তো আমরা সেই অনুধাবন এর জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য মহান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ উপহার যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছেন সেটি দিতে চাই। এই মাহে রমজান মাসে কুরআন নাযিল হয়েছে তাই আমরা এই সুযোগ টি লুফে নিতে চাই। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটি ; সেটি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সকলের মাঝে বিতরণ করতে যাচ্ছি। আমরা সর্বমোট ১২০০ কুরআন সকলের মাঝে বিতরণ করছি। তারপর ও যদি কম পরে তবে রেজিস্ট্রেশন এর মাধ্যমে বাকিদের কুরআন পৌঁছিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। আমাদের একটাই ইচ্ছা যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সকল শিক্ষার্থীর কাছে যেন কুরআন শরীফ থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে এই কর্মসূচি নিয়ে। অনেকে অনুষ্ঠানের বুথ থেকে কোরআন সংগ্রহ করেছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ইসলামের দাওয়াতমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।