মোহাম্মদ মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর:
যুদ্ধবিরতির চুক্তি লংঘন করে গাজায় ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে মার্চ ফর ফিলিস্তিন এর ডাক দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। শান্তির মাস রমজানেও যা থেমে নেই। শত শত প্রাণ যাচ্ছে। সারাবিশ্বে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। তারই প্রতিবাদে মার্চ ফর ফিলিস্তিন কর্মসূচি পালন করা হবে।
আয়োজনের বিষয়ে তারা জানান, বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ শুরু হবে, এতে দল-মত নির্বিশেষে সকলেই যেন উপস্থিত থাকেন।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে পূর্বও স্বতস্ফুর্ত অংশগ্রহনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। কালকের এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের তৈরি প্লাকার্ড আনার অনুরোধও করা হয়েছে।
সময় জার্নাল/তানহা আজমী