জুয়েল হোসেন, শেকৃবি প্রতিনিধিঃ
ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের মাধ্যমে নিরস্ত্র মুসলিম হত্যার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেকৃবি ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বুধবার (১৯ মার্চ) বাদ মাগরিব সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান।
শেকৃবি ইসলামিক সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ওয়ালিউল্লাহ বলেন, "শুধু বিক্ষোভ করলেই হবে না, আমাদের রুমে গিয়েও অন্যদের সচেতন করতে হবে। ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।" তিনি আরও বলেন, "বিশ্বের মুসলিমদের এক হওয়া প্রয়োজন, স্লোগানে নয়, কাজে।"
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—"ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান "
"অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন"
"গাজা তুমি একা নও, আমরা আছি তোমার সাথে"
"ফিলিস্তিনের মুক্তি, দিতে হবে দিয়ে দাও"
"গণহত্যার বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে"টেরোরিস্ট টেরোরিস্ট, ইসরাইল তুই টেরোরিস্ট "
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।