শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফিলিস্তিনে নজীরবিহীন হত্যাকান্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

শুক্রবার, মার্চ ২১, ২০২৫
ফিলিস্তিনে নজীরবিহীন হত্যাকান্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিলে মুসল্লিরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও প্রধান ফটক এলাকা ঘুরে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরবর্তীতে সোয়া ২টায় শেখপাড়া বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভকারী একটি দল সেখানে এসে সমবেত হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইবি শাখার সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াসিরুল কবির, গোলাম রব্বানী, ইসমাইল হোসেন রাহাত, ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ।

মিছিলে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘দালালি না আজাদি, আজাদি আজাদি, ‘গাযাবাসীর কারণে, ভয় করি না মরণে’, ‘গোলামি না শাহাদত, শাহাদত শাহাদত’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো।’ দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত’, ‘ফিলিস্তিন দিচ্ছে ডাক, আরবরা জাগরে জাগ’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি বলেন, ফিলিস্তিনে হামলার পর ফ্যাসিস্ট নেতানিয়াহু বলেছে এই হামলা কেবল শুরু। তবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এটা কেবল শুরু তবে হামলার নয় বরং তোমার পতনের শুরু। দীর্ঘদিন ধরে তারা গাজাবাসীর উপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছে। তোমরা সম্মুখ যুদ্ধে একজন যোদ্ধাকেও হত্যা করতে পারবে না। যখন তারা এটা পারছে না তখন পেছন থেকে হামলা চালিয়ে নারী-শিশুদের হত্যা করছে। আপনাদের চেয়েওে ফেরাউনের সাম্রাজ্য, নমরুদের সম্প্রদায় অনেক বেশি শক্তিশালী ছিল। তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। আমরা বিশ্বমুসলিম এক হয়ে হুংকার দিলে এক মুহূর্তও টিকে থাকতে পারবা না। বিশ্বের মানচিত্র থেকে তোমাদের উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ।

সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার সমাধানের উদ্দেশ্যে কোনো সহায়তা পাচ্ছি না। তেমনি বাংলাদেশেও একজন নেতানিয়াহুর জন্ম হয়েছিল। যারা বিগত ১৬ বছরে শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে সারাদেশে খুন, গুম, ধর্ষণ, লুটতরাজ থেকে সব অপকর্ম করেছে। সর্বশেষ ২০২৪ সালে গণহত্যা চালিয়েছে। এই ইসলায়েল ও আওয়ামীলীগকে সমর্থন দিচ্ছে ভারত। তাই ভারতের বিরুদ্ধে সবসময় আমাদের শক্ত অবস্থান থাকবে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল