গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জিবি ব্লাড কালেক্টরের উদ্দ্যোগে মাদ্রাসার খুদে শিক্ষার্থী ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণেন করা হয়।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে খেজুরটেক রফিকিয়া মাদ্রাসা, বাশবাড়ি ডগরতলি সামসুল উলুম মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, মাঠ কর্মীদের সহ পল্লীবিদ্যুৎ ও নবীনগর স্মৃতিসৌধ এলাকায় হতদরিদ্র এবং পথশিশুদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এতে অংশ নিয়ে জিবি ব্লাড কালেক্টর্সের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক আহসানুল্লাহ বলেন, "জিবি ব্লাড কালেক্টরস দীর্ঘদিন যাবত গণ বিশ্ববিদ্যালয় কাজ করছে, মানবিক সেবায় নিয়োজিত রয়েছে। আগামী দিনে ব্লাড কালেক্টরস সমাজ সেবায় গণ বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরিয়ে সারা দেশি ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি, এবং ব্লাড কালেক্টর সাফল্য কামনা করি।"
জিবি ব্লাড কালেক্টরের প্রতিষ্ঠাতা মোঃ আরিফুল ইমু বলেন, "গবি ব্লাড কালেক্টরস গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মানবিক সংগঠন। পবিত্র রমজানের এই সংযমের মাসে আমরা গতবারের মতো সমাজের হতদরিদ্র ও এতিমশিশু ও পথশিশুদের জন্য ইফতার বিতরণের ব্যবস্থা করেছি।"
তিনি আরো বলেন,"এবারে আমরা প্রথম অংশে মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় পথশিশুদের ইফতার বিতরণ করেছি এবং দ্বিতীয় অংশে ক্যাম্পাসে রাতের প্রহরী নিরাপত্তা কর্মীদের মাঝে ইফতার বিতরণ করেছি। এভাবেই তারুণ্যের হাত ধরে মানবসেবায় এগিয়ে যাক গবি ব্লাড কালেক্টর্স সেই প্রত্যাশাই করছি।"
উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো গবি ব্লাড কালেক্টরের উদ্যোগে পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে ব্লাড কালেক্টরের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।