মো: মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধিঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ২০১৮ সালের পর দীর্ঘ ৭ বছর পরে আবারও ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মোকলেছুর রহমান সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফুয়াদ হোসেন, ফলিত গণিত বিভাগের বিভাগীয় প্রধান কনক চন্দ্র রায়, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আলী আজম খান, নীতিবোধ ও সমতার সহকারী অধ্যাপক কাজী মাহফুজা হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ্ ইকবাল নির্বাচন কমিশনার হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ. কে. এম, সাইফুল্লাহ, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব হিসেবে আছেন।
জানা যায়, ২০২২ সালের গঠনতন্ত্র অনুযায়ী এবারের গকসু নির্বাচন হতে চলেছে। এতে বলা হয়েছে, অনার্স শিক্ষার্থী এবং মাস্টার্সের ক্ষেত্রে কেবলমাত্র প্রথম সেমিস্টারের শিক্ষার্থীগণ নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করতে পারবে। অনিয়মিত শিক্ষার্থী (ডিটেইন/পুনঃভর্তি) এবং অনার্স পাশের পর এক বছরের (দুই সেমিস্টার) বেশী দেরিতে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অথবা অন্য যেকোন শ্রেণীতে (অনার্সসহ) ভর্তিকৃত শিক্ষার্থীগণ নির্বাচনে প্রার্থীতার অযোগ্য হবে। ভোটার লিস্ট আলোচনা সাপেক্ষে করা হবে। এদিকে গকসু নির্বাচন ২০২৫ কে কেন্দ্র করে ইতিমধ্যে এ সেমিস্টারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মাস্টার্সের ভর্তি কার্যক্রম। গঠনতন্ত্রের বিধি ১২ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হবে।
এমআই