সময় জার্নাল ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর সহায়তায় বাংলাদেশিদের ফিতরা গাজায় পৌঁছে দিবে আলহাজ্ব সামসুল হক (এএসএইচ) ফাউন্ডেশন।
এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়,
অনেকেই গাজায় ফিতরা দেয়ার বিষয়ে জানতে চাচ্ছেন, অনুরোধ করছেন। সদয় জ্ঞাতার্থে, ইতোমধ্যে পাঠানো ফিতরাসমূহ আমরা গাজায় কনফার্ম করে দিয়েছি। আগ্রহীগণের অনুরোধে একটু আগেই আমরা গাজায় কর্মরত আমাদের আশ ফাউন্ডেশনের পার্টনার গাজার রেজিস্ট্রার্ড সংস্থার সাথে আলাপ করেছি।
সে প্রেক্ষিতে আগামী পরশুদিন ২৮শে রমজান তথা ২৯শে মার্চ দুপুর ৩টা পর্যন্ত নিম্নোক্ত একাউন্টে গাজায় ফিতরা দেয়া যাবে। ঈদের নামাজের আগেই যেহেতু এটা আদায় করে দেয়া আবশ্যক তাই দয়াকরে এর আগেই ফিতরার টাকা জমা দিন এবং রেফারেন্সে অবশ্যই ফিতরা শব্দটা উল্লেখ করুন।
গাজার মাজলুমদে জন্য ঈদের দিন আপনাদের এ খুশীর উপহার বিতরণের ছবি/ ভিডিও দেয়ার চেস্টা থাকবে, ইনশাআল্লাহ!
উল্লেখ্য, গাজায় চলমান মানবিক কর্মসূচিতে ক্ষুধার্ত ভাই-বোনদের জন্য আপনাদের সহযোগিতায় বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে ASH Foundation ( Alhaj Shamsul Hoque Foundation) সেই শুরু থেকেই গাজায় চলছে জরুরী মানবিক কর্মসূচি সম্পন্ন করে আসছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানেও চলছে বিবিধ জরুরি মানবিক কর্মসূচী। আপনাদের ভালোবাসায় ইতোমধ্যে ইফতার ও সাহরীর শুকনো খাবারের বিশেষ প্যাকেজ বিতরণের পর প্রায় দিন ১ হাজারের অধিক মানুষের জন্য ৮ ডেকচির রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
প্রস্তুতি চলছে, ঈদ উপহারের।
বাংলাদেশের মানুষের ভালোবাসায় সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে গাজায় মানবিক কর্মসূচি পরিচালনা করা আশ ফাউন্ডেশন সেই শুরু থেকে অদ্যাবধি গাজায় নিয়মিত জরুরী পানি সরবরাহ, খাবার বিতরণ, তাঁবু নির্মাণ, টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ, সোলার বিদ্যুৎ প্রকল্প সহ বিবিধ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, আলহামদুলিল্লাহ!
গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও ASH Foundation USA INC. এর চলমান বিবিধ জরুরী মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আগ্রহীগণের সদয় জ্ঞাতার্থে,
Bangladesh-
Account Name: Alhaj Shamsul Hoque Foundation
A/C: 20501030900011809
Swift Code: IBBLBDDH103
Routing Number: 125150130
Islami Bank Bangladesh Limited, Agrabad Corporate Branch, Chattogram, Bangladesh
Online Donation Link:
https:/shamsulhoquefoundation.org/donate
Bkash & Nagad
01841040545 (Merchant, Payment Option Please)