মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও নিরীহ মানুষের ওপর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামীকাল (৭ এপ্রিল) সকল একাডেমিক কার্যক্রম বর্জন ও পুরো ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
তারা বিবৃতিতে বলেন, 'দখলদার ইসরায়েলের দ্বারা গাজা তথা সম্পূর্ণ ফিলিস্তিনে চলমান নৃশংসতা ও অমানবিকতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। মুখে মানবতার বুলি আওড়ে, অন্যদিকে নিষ্পাপ জীবন কেড়ে নেয়ার এই নির্মমতাকে আমরা ঘৃণা করি। গণ বিশ্ববিদ্যালয় গাজার এই গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তাকে চরম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে। এই পরিপ্রেক্ষিতে, বিশ্বব্যাপী "গ্লোবাল জেনারেল স্ট্রাইক" কর্মসূচিকে আমরা সমর্থন করছি এবং এটি পালিত হবে ০৭ই এপ্রিল, ২০২৫।'
বিবৃতিতে তারা আরো বলেন, 'সকল শিক্ষার্থীকে এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে এবং আমাদের নীরবতাকে কথা বলতে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।'