এম.পলাশ শরীফ, বাগেরহাট :
প্রায় দুই যুগ পরে বাগেরহাটের মোরেলগঞ্জ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির আসন্ন কাউন্সিলকে ঘিরে তৃনমূল নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। প্রার্থীরা প্যানেলে ভোট চেয়ে কর্মীদের দ্বারে দ্বারে যাচ্ছেন পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিলন ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে ফরিদ-মিলনের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।
পরে নব্বইরশী বাসষ্ট্রান্ডে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, বিএনপি নেতা সভাপতি পদে প্রার্থী শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে প্রার্থী আসাদুজ্জমান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান প্রমুখ।
প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে নির্যাতিত মামলা হামলার স্বিকার দলের পরিক্ষিত ত্যাগী নেতাদেরকে আগামি ১৬ এপ্রিল পৌর কাউন্সিল নির্বাচনে শিকদার ফরিদুল ইসলাম ও আসাদুজ্জামান মিলন প্যানেলকে ভোট দিয়ে বিজয় করবেন পরিক্ষিত কর্মীরা। তিনি আরও বলেন, বিগত দিনে যারা আওয়ামীদের সাথে হাত মিলিয়ে চলেছে তাদের দলে স্থান হতে পারেনা। দলকে সু-সংগঠিত করতে হলে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে।
উল্লেখ্য, ২০০১ সালে পৌর বিএনপির কাউন্সিলের ২৪ বছর পরে অবশেষে এ উপজেলায় ১৬ এপ্রিল পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলে ৯টি ওয়ার্ডের দলীয় ভোটাররা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দুই জন প্রার্থী বর্তমান পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সাধারণ সম্পাদক পদেও মাঠে লড়ছেন দুই জন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মিলন ও সাবেক যুবদল নেতা ফরহাদ হোসেন মিলন। এ ছাড়াও সাংগঠনিক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আব্বাস মুন্সী, পৌর বিএনপির যগ্ম-আহবায়ক মো. সেলিম মোল্লা, যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মহারাজ ও পৌর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইমরুল কবির (রাজু)। এ সব প্রার্থীরা নিজ নিজ পদে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
এমাই