এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম রাহুল। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানীতে চাকরি করেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন স্থানে মাটি ট্রলি গাড়ির সাহায্যে সড়ক পথে বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। সড়কে ট্রলি চলাচল করার সময়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃষ্টি নামার পর সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায়, সড়কে দুর্ঘটনা ঘটছে।
সড়ক দুর্ঘটনায় ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির জানান, সড়কে মাটি বোঝাই ট্রলি গাড়ি চলাচল করায় সড়কে মাটি পড়ে সড়ক বিভিন্ন স্থানে ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায় সড়কে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।