রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

রাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২ দশমিক ৮২

শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২ দশমিক ৮২

জাহিদুল  ইসলাম রাজু, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটটির ভর্তি পরীক্ষায় প্রায় ৮২ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে বরাদ্দ রয়েছে ৫৫৯টি আসন। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে মাত্র ২৬টি আসন। আসনগুলোর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে মোট ৩৫ হাজার ১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৮২ শতাংশ। 

ভর্তি পরীক্ষায় রাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেন।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা ১০ টার আগেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে সামনে উপস্থিত হন। তাদের যাতায়াত যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে কাজ করে ট্রাফিক পুলিশ, রোভার স্কাউট, বিএনসিসিসহ কয়েকটি সংগঠনের কয়েকশ কর্মী। এ ছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য সহায়তা, পানীয় বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও পরিচ্ছন্নতায় কাজ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন, শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন। পরে বেলা ১০ টা বাজতেই ভবনগুলোর গেইট খুলে দেওয়া হয় এবং প্রক্রিয়া মেনে শিক্ষার্থীদের ভবনে প্রবেশ করানো হয়। 

এ দিকে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ফটকের সামনে বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এ সময় তিনি বলেন, 'এ বছরের ভর্তি পরীক্ষায় আমরা এখনও পর্যন্ত কোনো অপ্রিয়কর ঘটনার খবর পাইনি। আমাদের ভর্তি পরীক্ষায় রোভার স্কাউট, বিএনসিসিসহ কয়েকটি সংগঠন ও গণমাধ্যমকর্মী আমাদের সাহায্য করেছে। 

ভর্তি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ভর্তি পরীক্ষার সকল অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, 'সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সবগুলো কেন্দ্রেই কোনো প্রকার প্রশ্নফাঁস ও জালিয়াতির মতো অপ্রীতিকর ঘটনা ছাড়াই 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।'

প্রথমবারের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ বছর প্রথম বারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে। ভর্তি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা বলেন, বিগত সময় গুলোতে রাজশাহীতে দূর-দূরান্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতো। এতে আমরা রিক্সা ভাড়ার দৌরাত্ম, হোটেল ও মেসগুলোতে ভাড়া বানিজ্যের খবর পেতাম। তবে এ বছরে আমরা সকাল বেলা রওনা দিয়ে এসে পরীক্ষা শেষ করে বাচ্চাদের নিয়ে আবার ফিরতে পারবো। এতে আমাদের ধারণার চেয়েও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

পরীক্ষার সার্বিক বিষয়ে পরীক্ষা শেষ বেলা সাড়ে ১২ টার দিকে উপাচার্য তার ফেসবুকে ব্যক্তিগত একাউন্টের এক পোস্টে বলেন, 'আলহামদুলিল্লাহ! ছোটখাটো কিছু ঘটনা ছাড়া আজকের ভর্তি পরীক্ষা ঠিকমত শেষ হয়েছে। পরীক্ষায় সেচ্ছাসেবীরা যে আন্তরিক সেবা দিয়েছে তা দেখে আমি মুগ্ধ। এ ছাড়াও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অত্যন্ত ইতিবাচক ভুমিকা রেখেছে। কোন শ্লোগান নেই, নেই কোন হট্টগোল, নেই কোন আধিপত্য বিস্তারের চেষ্টা। সকল সংগঠন সাধ্যমত ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকদের সাহায্য করার চেষ্টা করেছে। আমি এটাই দেখতে চাই।'

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল