জুয়েল হোসেন, শেকৃবি প্রতিনিধি:
দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। । আজ শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সারা দেশের ৯টি কেন্দ্র ও ১৩ টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ৩৭ হাজার ৭৬০ আসনের বিপরীতে উপস্থিতি ৩২ হাজার ১১২ জন।গড় উপস্থিতি ৮৫.০৪ শতাংশ।
পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেকৃবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, “সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা বাইক সার্ভিস, রিকশা সার্ভিস, ফ্রি মেডিকেল টিম এবং খাবার পানির ব্যবস্থা করেছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে, এটাই আমাদের অঙ্গীকার।”
অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেকৃবি শাখার সভাপতি মো. আবুল হাসান বলেন, “শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে আমরা কাজ করছি। আজকের পরীক্ষায় হেল্প ডেস্ক, বিশুদ্ধ পানি, শিক্ষা উপকরণ, অভিভাবকদের বসার জায়গা এবং ফ্রি রিকশা সার্ভিস চালু করেছি। অভিভাবক ও শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।”
দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়;শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এমআই