ইবি প্রতিনিধি:
শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি) যৌথভাবে উক্ত সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান বক্তা হিসেবে ছিলেন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সেমিনারটি সঞ্চালনা করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়িতা মোদক এবং আবু উবাইদা।
এসময় সেমিনারে আলোচক ও বক্তারা তাদের উচ্চশিক্ষা ও গবেষণাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ২০২৪ সালের আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক দেশসেরা স্টুডেন্ট চ্যাপ্টারের পুরস্কার অর্জন করে।