তিতুমীর কলেজ প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের, ‘আমার ভাই কবরে ,খুনি কেন বাহিরে’, ‘ফাসি! ফাসি! চাই,খুনিদের ফাসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে,খুনিদের ফাসি দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা’, ‘বিচার! বিচার! বিচার! চাই, পারভেজ হত্যার বিচার চাই’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, গত বছর ১৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অসহায় মানুষকে ছাত্রলীগ যেভাবে পিটিয়ে হত্যা করেছে ঠিক সেভাবে এবছর ১৯ এপ্রিলে এসে আততায়ী কায়দায় বনানীতে একই ঘটনা ঘটেছে। বিগত ১৫ বছরে ছাত্রলীগ যে কাজ করতো ফ্যাসিস্ট সরকার যে কাজ করতো আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হবার পরও আবার একই ঘটনা ঘটেছে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
তিনি জানান, আগে যারা ছাত্রলীগ করতো তারা এখন বৈষম্য বিরোধী হয়েছে। যদি ফ্যাসিস্ট কে বিদায় করার পরও এরকম কোন ঘটনা ঘটে এটি খুবই দুঃখের তবুও প্রশাসন এখনো চুপ। হত্যাকারীরা যদি বৈষম্যের লোক না হয় তাহলে কিভাবে তাদের স্থানীয় নেতৃবৃন্দরা গ্রেফতারকৃতদের থানায় ছাড়াতে গেল। ছাত্রলীগ কায়দায় একইভাবে আবির্ভাব হয়েছে বৈষম্যবিরোধী। যদি অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমাদের প্রাইম এশিয়া ক্যাম্পাসে যেতে বাধ্য করবেন না। মনে রাখবেন তিতুমীর কলেজ থেকে প্রাইম এশিয়া ক্যাম্পাস বেশি দূরে নয়।
এছাড়াও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেন বলেন, ২৪ এর আন্দোলনের পরবর্তী কোনো রক্তাক্ত ক্যাম্পাস আমরা দেখতে চাই না। সেই সাথে পারভেজ হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি আটক করা হয়নি। আমরা প্রশাসনকে অনুরোধ জানাব, পারভেজ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য , মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ করেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।