মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি :
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) নিজস্ব ওয়েবসাইট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ক্লাবের সভাপতি রুবাইয়েত তোহার সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।
জিবিসিডিসির সভাপতি রুবায়েত তোহা এবং আইটি বিষয়ক সেক্রেটারি মাহদী হাসানের নেতৃত্বে ও প্রযুক্তিগত সহায়তায় ওয়েবসাইট তৈরীর কাজ সম্পন্ন হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়। নতুন ওয়েবসাইট ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রুবায়েত তোহা। তিনি বলেন, “জিবিসিডিসির এই ওয়েবসাইট একটি নতুন মাইলফলক, যা আমাদের কর্মপ্রচেষ্টাকে আরও গতিশীল ও সর্বজনগ্রাহ্য করে তুলবে। এটি শুধু ক্লাবের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের গর্বের বিষয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওয়াহিদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, ক্লাবের পরামর্শক তানিয়া আহমেদ ও গাজী ইশমাম হাসান এবং জিবিসিডিসির সদস্যরা।