বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভারতে পাচারকালে শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ ১২জন আটক

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
ভারতে পাচারকালে শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ ১২জন আটক

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে পৃথক অভিযানে নারী-শিশুসহ ১২জনকে আটক করেছে বিজিবি। সোমবার বেলা ২টা ও বিকাল ৫টার দিকে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ও কৈখালী ভাসমান বিওপির সদস্যরা তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কার সিদ্দিকর নেতৃত্বে টহল দলের সদস্যরা বিকালে কৈখালী সীমান্তের বকচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে নারী ও শিশুসহ ৬জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ ভারতীয় রূপি ও বাংলাদেশী ২৪০টাকাসহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ২টার দিকে আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েরসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নিজামুল হকের নেতৃত্বে
বিজিবি সদস্যরা কৈখালী সীমান্তবর্তী বকচর এলাকায় আরেকটি অভিযানে ভারতে পাচারের প্রাক্কালে আরো ৬বাংলাদেশী নাগরিককে ৪টি মোবাইল এবং নগদ ৪ হাজার ভারতীয় রূপিসহ আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকগণ হলো, বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), ছেলে মো. রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (৭), নাটোর জেলার লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো. শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মল্লিকের মেয়ে নীলা মল্লিক (৩২), খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজিব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), অনুপম সরকারের স্ত্রী পিংকী বৈরাগী (২৬), অনুপম সরকারের ছেলে দেবরাজ সরকার (৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের পনেন্দু সানার ছেলে শচীন
সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোঃ রহিম উদ্দিন মিয়ার মেয়ে রূমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপেরচর গ্রামের খলিলুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি ইসলাম (২২)। 

বিজিবি সূত্র আরো, জানায়, বাংলাদেশ হতে ভারতে পাচারকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শৈলখালি গ্রামের জাহার আলীর ছেলে মানবপাচারকারী মো. মামুন (৩২) এবং শৈলখালী (কয়ালপাড়া) গ্রামের নূর আমিনের ছেলে মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে।

এ সময় আটককৃতরা জানায়, মামুন (৩২) এবং আইজুল (৩৮)বিভিন্ন সময়ে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ভালো চাকরির দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের নিজ এলাকা থেকে নিয়ে এসে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টা করে।

রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর, শ্যামনগরের অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর এবং পলাতক মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ(ওসি)হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল