নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজ রোভার-স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তিনদিনব্যাপী এই ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২ জন গার্লস ইন রোভার দীক্ষা গ্রহণ করেন।শনিবার (২৬ এপ্রিল) রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে দীক্ষাপ্রদানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে রাজশাহী কলেজ রোভার সম্পাদক সভাপতিত্বে ড. হাসনা আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রোভার-স্কাউট ও রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন,আজকে রাজশাহী কলেজ রোভার -স্কাউটের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।রোভার স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি নৈতিকতা, নেতৃত্ব ও সেবার এক বাস্তব প্রশিক্ষণ। আজ যারা দীক্ষা নিচ্ছে, তারা বাংলাদেশের গর্ব এবং ভবিষ্যতের নেতৃত্ব। সবসময় সত্য ও কল্যাণের পথে থেকো, রাজশাহী কলেজকে গর্বিত করো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন।এছাড়া বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. মোঃ জহিরুল ইসলাম, জেলা রোভার কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী এবং কলেজ আরএসএল ড. মোছাম্মৎ ফাহমিদা আক্তার কস্তুরী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী এই তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়। উদ্বোধনের দিন সন্ধ্যায় ‘তাঁবু জলসা’ অনুষ্ঠিত হয় যেখানে গান, নাচ ও অগ্নি প্রজ্বলনের মধ্য দিয়ে স্কাউট ঐতিহ্য তুলে ধরেন রোভার শিক্ষার্থীরা।
এমআই