মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
তৎক্ষণাৎ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীর সুষ্ঠ বিচারের দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বাস ও ঘাতক চালক সহ সেলফি পরিবহনের আরও ছয়টি বাস আটক করে।
প্রত্যক্ষদর্শী অটো চালক রাসেল জানান, "বাসটি খুব দ্রত গতিতে আসতেছিলো ও আমার অটো ওভারটেক করে সামনে চলে গেলো। আমি দেখতেছিলাম লোকটা রাস্তা পার হচ্ছিলো আর হঠাৎ করে বল বাস্ট হওয়ার মতো শব্দ শুনে তাকিয়ে দেখি লোকটার দেহ রাস্তায় পড়ে আছে।"
ঘটনাস্থলের দায়িত্বরত হাইওয়ে থানার অফিস ইনচার্জের (ওসি) সাথে কথা বলতে গেলে ব্যস্ততার কারণে কোন মন্তব্য করেননি।
জানা যায়, নিহত শামসু মোল্লা চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শ্রীপুর কেন্দ্রে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার গভীর শোক প্রকাশ করে ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।