এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দু,দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কুদ্দুস মোল্লা(৫০) নামে একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার ও দবির মাতুব্বর দলে যোগদান করে। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন আয়োজন করে পিকনিকের। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হয়।
এ ব্যাপারে সোমবার ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআই