তানভীর আহমেদ, কুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হন। গতকাল বিকাল আনুমানিক ৩:২০ মিনিটে ঘটনাটি ঘটে। নিখোঁজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হন।
প্রায় ৩০ মিনিট পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ৫ মিনিটের অভিযানের পর ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর নাম শান্তনু কর্মকার, তিনি MSE 2k23 ব্যাচের শিক্ষার্থী, বাড়ি পাবনা।
কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
এমআই