মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর রাতে আলেখারচর ও চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের যৌথ টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকায় জোনাকি হোটেলের পেছনে মাদকের গোপন আস্তানায় এ অভিযান পরিচালনা করে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোঃ সানা উল্লাহ।
আটককৃতরা হলো: রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আল আমিন, চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম, জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজিব, কে কে নগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ও আলেখারচর ক্যাম্পের যৌথ টহল টিম মহাসড়কের লালারপুর এলাকায় জোনাকি হোটেলের পিছনে মাদকের আস্তানায় অভিযান চালায়। অভিযানকালে ৪২৪ বোতল ফেনসিডিল, ১২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪২ পিস ইয়াবা, ৭ লিটার চোলাই মদ, ১২ লিটার মদের কাঁচামাল, ১২ বোতল বিয়ার, ১ বোতল বিদেশী মদ, নগদ ১৭,০০০ টাকা, ৮টি মোবাইল ফোন, ৪টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আল আমিন, আব্দুর রহিম, রাজিব ও ইউসুফকে আটক করা হয়। সেনাবাহিনীর উপস্থিতিতে পালিয়ে যায় প্রধান মাদক ব্যবসায়ী।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ সানা উল্লাহ বলেন, ‘সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।