নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন সড়কে দাবি-দাওয়া বা প্রতিবাদের নামে অহেতুক রাস্তা অবরোধের ঘটনা বাড়ছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ অবস্থায় সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অকারণে রাস্তা অবরোধের কারণে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত।
এতে আরও বলা হয়, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছে। তথাপি, কারণে-অকারণে রাস্তা অবরোধ করলে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে যেকোনো ধরনের অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবুর রহমান।