মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা এলাকায় শোক এবং আতঙ্ক সৃষ্টি করেছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। মরদেহের মুখ এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া এবং মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা ধর্ষণ ও পরিকল্পিত হত্যা হতে পারে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই ওই পাটক্ষেতের আশপাশে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন কৃষক। তখন তারা একটি অদ্ভুত দুর্গন্ধ অনুভব করেন। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে পাটক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার দিয়ে এলাকাবাসীকে খবর দেন। দ্রুত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মরদেহটি পেয়েছি, নারীর মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনি অদ্ভুত একভাবে বিবস্ত্র অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে হত্যা করে দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে পরিচয় গোপন রাখা যায়। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, মরদেহ শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা দ্রুত আসছে এবং মরদেহ শনাক্তে সহযোগিতা করবে। আমরা হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, বকশীগঞ্জে নিরাপত্তার খামতি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে এরকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে।
পুলিশ জানায়, তারা এখনো হত্যাকাণ্ডের পেছনের কারণ ও আসামিদের খোঁজে তদন্ত অব্যাহত রেখেছে। এ ঘটনায় জনসাধারণের সহায়তাও কামনা করা হয়েছে।