মোহাম্মদ মুরাদ হোসেন:
পিএসসি সংস্কার আন্দোলনের (PSC Reform Movement) কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে পদ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী।
গত ১৬ মে আহ্বায়ক ডাঃ ইমতিয়াজ আহমেদ সিয়াম(ময়মনসিংহ মেডিকেল কলেজ) এবং মুখ্য সংগঠক মোস্তাকিন আহমেদ আশিক(ঢাকা বিশ্ববিদ্যালয়) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে সংগঠকের পদ পেয়েছেন হাবিপ্রবি শিক্ষার্থী ফারহানা জামান বসুনিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
তিনি জানান, পিএসসি সংস্কার আন্দোলন-এর ৮ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে হাজারো চাকুরীপ্রার্থীর বহুল আকাঙ্ক্ষিত দুর্নীতিমুক্ত,স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন নিয়োগের দ্বার উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।
রংপুরের মেয়ে ফারহানা জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।