তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামের বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ কার্যকালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোহানুর রহমান কে মনোনীত করা হয়েছে।
বুধবার ( ২২মে) অধ্যাপক ড. আলফাজ উদ্দিন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৪ মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। কমিটিকে উক্ত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন– যুগ্ম আহ্বায়ক আরাফাত নিশাদ, মোঃ খালিদ হাসান এবং মেহরাব হোসেন তপু, সদস্য গোলাম রাব্বী নয়ন, সাবরিনা রহমান মুন্নি, ফারহাদ হোসেন, অলীক কুমার, তাহেরা আহমদ, মিশকাত জামী প্রজ্ঞা, মোছাঃ হিতুয়ারা খাতুন, সানজিদ, মোঃ মুরাদ আলী, নাজমুল হাসান ও তৌহিদুল ইসলাম।