তিতুমীর কলেজ প্রতিনিধি:
তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকে ডাটা সাইন্স, ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডীপ লার্নিং, এআই ইন্জিনিয়ারিং, পাইথনসহ ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষ করতে তিতুমীর কলেজ আইটি সোসাইটি (টিসিআইটিএস) ও আইটি শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সোমবার (২৬ মে) উত্তরার একটি রেস্টুরেন্টে একাডেমির পক্ষে সহ-প্রতিষ্ঠাতা ও এমডি নাজমুস সাকিব এবং তিতুমীর কলেজ আইটি সোসাইটির পক্ষে সভাপতি মো. মাইদুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো দুই পক্ষই তরুণদের দক্ষতা অর্জনের পথে সহযোগী হয়ে কাজ করবে। এর ফলে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ মূলক সেমিনার, কর্মশালা ও কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করার উদ্দেশ্যে এই এমওইউ স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি সোসাইটি'র সহ সভাপতি রাজিয়া আক্তার ও সাধারণ সম্পাদক সোহরাব হাসান আকাশ।