তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধিঃ
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তিতে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
মঙ্গলবার ( ২৭ মে) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
তাদের অন্য দাবিগুলো হলো- ১.জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নিতে হবে। ২.সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে এবং ৩. বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। শাখা বৈবিছাআ এর প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল, গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমন্বয়ক এস এম সুইট বলেন ‘জুলাই বিপ্লবের শুরুটা ই ছিলো কোটার বিরুদ্ধে। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া কোনো কোটা রাখা চলবে না। জুলাই গনহত্যা কে যারা সমর্থন করেছে, যারা অভুত্থানের বিপক্ষে দাড়িয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক না নিলে শহিদদের সাথে বেইমানি করা হবে।’
তিনি আরো বলেন ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা হলো সেশনজট। কিন্তু সেটা নিরসনে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখিনি। অনতিবিলম্ব অনুষদভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রনয়নের মাধ্যমে সেশনজট নিরসনের ব্যবস্থা করতে হবে।’
এ ব্যাপারে উপাচার্য বলেন ‘আমরা এ ব্যাপারে কাজ করছি। পরিস্থিতির কারনে আমরা অনেক কিছুই করতে পারছি না। তবে আমরা অবশ্যই এ ব্যাপারগুলেকে সামনে রেখেই আমাদের কাজ চালিয়ে যাব।’