তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৃজনশীল ও প্রগতিশীল সংগঠন স্বপ্নবিতান ইবি পরিসরের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আহসান হাবীব রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭শে মে) সদ্যবিদায়ী কমিটির আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা ও প্রধান নির্বাচন কমিশনার ফাতেমাতুজ-জোহরা ইরানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম আহমেদ ও মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. ছুম্মা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক আরমান হোসেন, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুল কবির স্বাধীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া হানিফ প্রমি ও মো. হাম্মাদ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ কুমার দত্ত, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল সদর ও ফওজিয়া আবিদা, সামাজিক দক্ষতা বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন ইমন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ, সহ-শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পাঁপড়ি মোদাক, তাসনিম হাসান তাপ্তি, সিনথিয়া সরকার দ্বীনা ও সঞ্চয়ন কুমার পাল।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘স্বপ্নবিতান একটি সৃজনশীল সংগঠন। আগামীতেও আমরা শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনা ও দক্ষতাকে উজ্জীবিত করতে কাজ করবো।
এছাড়াও সভাপতি আহসান হাবীব রানা বলেন, ‘নতুন কমিটি গঠনের মাধ্যমে স্বপ্নবিতান আরও গতিশীল হবে। সদস্যদের একত্রিত প্রচেষ্টায় আমরা সংগঠনের গৌরবময় পথচলাকে আরও সমৃদ্ধ করতে চাই।