নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
'Rise together, serve forever' -প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী কলেজ(আরসিআরসি) এর ২০২৫-২৬ রোটাবর্ষের দায়িত্ব সমর্পণ ও বার্ষিক উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কলেজের মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি কক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী উপস্থিত ছিলেন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী কলেজে'র প্রধান উপদেষ্টা প্রফেসর মো. আফাজ উদ্দীন।
এসময় রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী'র সাবেক সভাপতি অনু চৌধুরী উপস্থিত ছিলেন।এছাড়াও অন্যান্য রোটারিয়ান এবং রোটার্যাক্টর,ফেলো রোটার্যাক্টর,ইন্টার্যাক্টরসসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ১ম পর্বে ২০২৪-২৫ রোটাবর্ষের সাবেক সভাপতি রোটার্যাক্টর মেহেদী হাসান ২০২৫-২৬ রোটাবর্ষের সভাপতি রোটার্যাক্টর মোছা. সুমাইয়া খাতুন কে দায়িত্ব সমর্পন করেন।
পবিত্র কোরআন থেকে পাঠ এবং গীতা থেকে পাঠ করা হয় এবং সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বক্তব্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন,'রোটার্যাক্ট ক্লাবের যে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমগুলো হয় সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গতবছর আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি এই ক্লাবের সাথে আছি।মেহেদী তার সভাপতিত্বে কাজ করেছে, আমি আশা করব এবছরও সুমাইয়া তার।নেতৃত্বে এই ক্লাবের সেবামূলক কাজগুলো আরো ভালোভাবে করবে।'
২০২৫-২৬ রোটার্যাক্ট বোর্ডের সভাপতি মোছা. সুমাইয়া খাতুন বলেন,'আমি যে দায়িত্ব গ্রহণ করছি তা সত্যিই অনেক বড় একটি দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ পদে থাকাটা অনেক চ্যালেন্জিং। আমি চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে ক্লাবের প্রত নৈতিক দায়িত্ব পালনের।এবছরের সমস্ত প্ল্যানিং ও কাজগুলো সফলভাবে শেষ করতে আমি সাবেক রোটার্যাক্টর প্রেসিডেন্ট ও বর্তমান বোর্ড মেম্বারদের সহযোগিতা কামনা করছি।আশা করছি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।'
এমআই