স্পোর্টস ডেস্ক:
দেশে ফিরে দুই দিনের ব্যবধানে আবার মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে তাই কোনো পরিবর্তন করেনি নির্বাচকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে বিসিবি। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ী দলের সবাইকে নিয়েই এবার ঘরের মাঠে লড়বে বাংলাদেশ।
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে শ্রীলঙ্কা সফরের মতো এবারও কোনো সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে ডেপুটি হিসেবে ছিলেন শেখ মেহেদি হাসান।
আরব আমিরাতে যাওয়ার আগে বিসিবি জানিয়েছিল, বিশ্বকাপের আগ পর্যন্ত মেহেদি ছাড়াও আরও কয়েকজনকে সহ-অধিনায়ক হিসেবে বাজিয়ে দেখবেন তারা। অথবা মেহেদিকেও বর্ধিত মেয়াদে দায়িত্ব দেওয়া হতে পারে।
টানা বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে তার ফেরার অপেক্ষা বাড়ছে আরও।
এছাড়াও দল থেকে জায়গা হারিয়েছিলেন সৌম সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। গায়ানায় রংপুর রাইডার্সের হয়ে দুজনই এখন খেলছেন গ্লোবাল সুপার লিগে।
শ্রীলঙ্কা সফরে বেঞ্চে কাটানো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাখা হয়েছে দলে। প্রায় তিন বছর পর একাদশে সুযোগ পেয়ে আবার বাদ পড়া মোহাম্মদ নাঈম শেখও জায়গা ধরে রেখেছেন।
চোট সমস্যায় বিশ্রাম দিয়ে খেলানো অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও পাকিস্তানের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে এই সিরিজটি। একই মাঠে পরের দুই ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার। সব খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন।
এমআই