মো. সারওয়ার হোসেন, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) আবাসিক শাহ আমানত হল সংস্কারে ৯ দফা দাবিতে হল গেটে তালা দিয়ে অবরোধ করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টা হলগেট বন্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
এ সময় পদার্থবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত হাসান বলেন, "এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু করতে হবে। তা না হলে আমরা পুরো প্রভোস্ট কমিটি ও হল প্রশাসনের সংস্কার চেয়ে রাস্তায় নামবো।"
রসায়ন বিভগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ বলেন, “হল প্রশাসন আমাদের ৯টি দাবির মধ্যে ৩-৪টি জরুরি দাবি নিয়ে জুলাই মাসের মধ্যেই কাজ শুরু ও শেষ করবে বলে জানিয়েছে। বাকি বড় দাবি—যেগুলোর জন্য তুলনামূলক বেশি অর্থ প্রয়োজন—আগস্ট মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না হলে, হলে অবস্থানরত শিক্ষার্থীরা আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ৯ দফা দাবির মধ্যে ৪-৫ টা দাবি এ মাসের মধ্যে পূরণ হবে। আর দীর্ঘমেয়াদী বাজেটের যে দাবিগুলো রয়েছে এগুলো আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ হবে।
হল সংস্কারে শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো — অবিলম্বে রিডিং রুম এর সংস্কার করতে হবে। হল-এ সাইকেল স্টান্ড নির্মাণ করতে হবে। ওয়াশরুম গুলোর সংস্কার ও নিয়মিত পরিস্কার করতে হবে। ছাদের ভঙ্গুর স্থানগুলো সংস্কার করতে হবে। পানির ট্যাংক নিয়মিত পরিস্কার করতে হবে। স্বৈরাচারের চিকা সমূহ দ্রুত সময়ের মধ্যে মুছে ফেলতে হবে। হলের রুমগুলোর লকার, দরজা, জানালাগুলো সংস্কার করতে হবে। হলের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। হলে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ দিতে হবে।