নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এনবিইআর চেয়ারম্যান অধ্যাপক পারভেজের শোক প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে এক শোকবার্তায় অধ্যাপক পারভেজ বলেন, আমাদের সমসাময়িক সামরিক-বেসামরিক বিমান দুর্ঘটনার ইতিহাসে এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে দেশবাসীর মনে গেঁথে থাকবে ।
সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, ডিবি ও সরকারি প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎগতিতে উদ্ধারকার্য পরিচালনা করায় আমি গর্বিত। আমি প্রধান উপদেষ্টা কে ঘটনা উত্তর মধ্যম মেয়াদী চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি হেলথ , ডিজি নার্সিং সহ সমস্ত সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে রেড এলার্ট জারি এর জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
আমি জনসাধারণকে ধৈর্য ধরার ও সুশৃঙ্খল সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি, কিন্তু উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এবং উত্তম চিকিৎসার জন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পরিবহনের কাজ ব্যাহত যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
এমআই