নিজস্ব প্রতিবেদক:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত জারিফ ফারহান (১৩) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামে আরও একজন মারা গেছে। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানিয়েছেন, জারিফ ফারহান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়তো। উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে, ৬৩ নম্বর বাসায় থাকেন তারা। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার আরেক সন্তান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে।
এমআই