নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট।শনিবার সকাল ১০ টায় কলেজের কেন্দ্রীয় মাঠে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন,'আমরা প্রথম ম্যাচে অর্থনীতি বিভাগের বিপক্ষে মাঠে নামে উদ্ভিদবিজ্ঞান বিভাগ।আমরা মাঠে প্রত্যেক খেলোয়াড়দের কাছে খেলোয়ারসুলভ আচরণ আশা করছি।যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখব।আমরা কারো প্রতি হিংডা,রাগ,ক্ষোভের প্রকাশ না করে খেলার নিয়ম মেনে খেলব। যারা শিক্ষক ও শৃঙ্খলা কমিটিতে আছি তারাও এ বিষয়ে সচেতন থাকবে।যারা খেলতে নামবে তারা জয় অর্জনের চেষ্টা করব।একটি সুন্দর উপভেগয় ম্যাচের আশা রেখে আমি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি।'
এসময় অধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ইব্রাহিম আলী,শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও, কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-এ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। দ্বিতীয় ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুখোমুখি হবে ভুগোল ও পরিবেশ বিভাগের। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ-এ ফিন্যান্স ও ব্যাংকিং এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যে। সর্বশেষ চতুর্থ ম্যাচে গ্রুপ-বি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
এবছরের আসর ঘিরে ২৪টি বিভাগের মোট ২৪ টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংচগ্রহণ করবে।নকআউট পর্বে ২টি করে দল নিয়ে অনুষ্ঠিত ১২টি ম্যাচের বিজয়ী দলগুলোকে ২টি গ্রুপ যথাক্রমে ‘এ’ গ্রুপে ছয়টি ও ‘বি’ গ্রুপে রেখে ছয়টি রেখে পরবর্তী খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট।
এমআই