এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় বোয়ালমারীতে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, "প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন,তিনি জাতিসংঘের কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অপমানিত করেছেন এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।
চরমোনাইয়ের পীর বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন জিরো পেয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরেন না।
হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে চরমোনাইয়ের পীর বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এদেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকান্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো: ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী।
এমআই